বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যের বিকল্প নেই। এজন্য দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে একথা বলেন তিনি।
তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তার দোসরেরা আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার করছে। তারা দেশে অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। এ বিষয়ে জনগণকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থে সবাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় বিপ্লবের সাফল্য ধরে রাখা কঠিন হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো দেশ গঠনেও জাতীয়তাবাদী ও ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় দ্রুত ভোটার তালিকা হালনাগাদ করে আগামী বছরের মধ্যে নির্বাচন দেয়ার আহ্বানও জানান তিনি।
/আরএইচ
Leave a reply