নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬১ জনের নামে হত্যাচেষ্টা মামলা

|

ফাইল ছবি।

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনের সময় মুরসালিন আলম নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৬১ জনের নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলাটি রুজু করা হয়। এর আগে, ভুক্তভোগীর মুরসালিনের বাবা মো. শাহ আলম নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি ও শামীম ওসমানের বড় ভাই সেলিম ওসমান (৬০), সাবেক ডিএমপি ডিবি প্রধান হারুন অর রশিদ।

মামলার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই আন্দোলন চলাকালে মুরসালিন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকার সড়কে অবস্থান করছিলেন। এ সময় কোমড় ও দুই পায়ে গুলিবিদ্ধ হন তিনি। একটি গুলি তার মাংসপেশির একপাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। এ সময় আরও দশ থেকে পনেরো জন গুলিবিদ্ধ হয় বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলা সূত্রে আরও জানা যায়, আহত মুরসালিনকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে মামলাতে উল্লেখ রয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply