মেসিদের নতুন কোচ হচ্ছেন মাশ্চেরানো!

|

আর্জেন্টিনা দলে টানা মার্টিনোর অধীনে খেলেছেন লিওনেল মেসি। তার অধীনে বার্সেলোনায়ও খেলার অভিজ্ঞতা আছে এলএমটেনের। সতীর্থ থেকে মার্টিনোকে ইন্টার মায়ামির কোচ হিসেবেও পেয়েছিলেন মেসি। কিন্তু ব্যক্তিগত কারণে এই আর্জেন্টাইন কোচ যুক্তরাষ্ট্রের ক্লাবটির দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এবার সেই ডাগ আউটে দাঁড়াতে যাচ্ছেন বার্সেলোনা ও জাতীয় দলে মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানো। সব ঠিক থাকলে ইন্টার মায়ামির কোচের দায়িত্ব নেবেন সাবেক এই সেন্ট্রাল ব্যাক কাম ডিফেন্সিভ মিডফিল্ডার। খবর, মার্কা’র।

প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টার মায়ামির সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছেন মাশ্চেরানো। তবে চলতি বছর মেসিদের কোন ম্যাচ না থাকায় আগামী বছরের শুরুতে দায়িত্ব নেবেন তিনি। দেখা যাবে দলটির ডাগআউটে।

উল্লেখ্য, মাশ্চেরানো এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচিং করিয়েছেন। তার অধীনে বয়সভিত্তিক দলটি প্যারিস অলিম্পিকে জায়গা করে নেয়। এছাড়া বয়সভিত্তিক দলকে শিরোপাও জিতিয়েছেন এই আর্জেন্টাইন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply