ব্যাপক সহিংসতার জেরে মনিপুরে বিপুল সংখ্যক সেনা উপস্থিতি বাড়াচ্ছে ভারত। জাতিগত সংঘাত বন্ধে মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্যটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নতুন করে ১০ হাজার ৮০০ সেনা মোতায়েন করা হচ্ছে। শুক্রবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, রাজ্যেটির প্রধান নিরাপত্তা উপদেষ্টা কুলদ্বীপ সিং এই তথ্য জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, ভারতের সামরিক বাহিনীর অতিরিক্ত ৯০টি কোম্পানি কাজ করবে মনিপুরে।
ফলে বর্তমানে সেখানে কোম্পানির সংখ্যা দাঁড়াবে ২৮৮-তে। অন্যদিকে, প্রধান নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, ২০২৩ সালের মে মাসের পর থেকে এখন পর্যন্ত সংঘাত-সহিংসতায় মনিপুরে প্রাণ গেছে ২৫৮ জনের। এছাড়াও ঘটেছে ব্যাপক লুটপাটের ঘটনাও।
প্রধান নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, “আমরা সমস্ত জেলার ডিসি ও এসপিদের সাথে সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছি। মোট ১৯৮টি সেনা কোম্পানি ছিল। অতিরিক্ত ৭০টি কোম্পানি আরও আসছে।
/এআই
Leave a reply