গ্লোবাল টি-টোয়েন্টি লিগে গায়ানা দলে যোগ দিয়েছেন তানজিম সাকিব

|

ফাইল ছবি

গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগ খেলতে গায়ানার স্কোয়াডে যোগ দিলেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে ২৬ নভেম্বর মাঠে গড়াতে যাচ্ছে এই লিগ।

গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দল রংপুর রাইডার্সও। তবে পেসার তানজিম হাসান সাকিব খেলবেন ক্যারিবিয়ান লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে।

টাইগার পেসার সাকিবকে গ্লোবাল সুপার লিগের জন্যই দলভুক্ত করেছে গায়ানা। লিগে খেলতে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। গায়ানায় সাকিবকে ফুল দিয়ে বরণ করে নেয় ফ্যাঞ্চাইজিটি।

চোটের কারণে এই আসরে সাকিবের খেলা নিয়ে এতদিন ছিল অনিশ্চয়তা। তবে চোট কাটিয়ে মাঠে ফেরার পর ফিটনেস টেস্ট দেন সাকিব। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ার পর বিসিবির কাছ থেকে এই লিগে খেলার অনুমতি পান তিনি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply