শেখ হাসিনা ও তার সরকারের ঘনিষ্ঠজনরা ১০০ বিলিয়ন ডলার পাচার করে উন্নয়নের নামে দেশের অর্থনীতি ফোকলা করে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শনিবার (২৩ নভেম্বর) রাজশাহীতে আয়োজিত গণসংলাপে অংশ নিয়ে একথা বলেন তিনি।
রাজশাহীর নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই গণসংলাপের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জুলাই বিপ্লব নিয়ে জোনায়েদ সাকি বলেন, শিক্ষার্থীদের রাষ্ট্র সংস্কারের দাবি সময়োপযোগী। ৭২-এর সংবিধানের পর যেমন বাকশাল কায়েম হয়েছিল, শেখ হাসিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রের মোড়কে বাকশাল তৈরি করেছিল।
তিনি বলেন, ৭২’র মতো ফ্যাসিস্ট সংবিধান না, গণতান্ত্রিক সংবিধান চাই। একই সাথে তিনি মনে করেন, জুলাই বিপ্লবের এই অভ্যূত্থান দাবি করে, আগামী নির্বাচনের আগে নতুন রাজনৈতিক শক্তির। বিগত সময়ে ফ্যাসিষ্ট সরকার ব্যবস্থাকে যে সকল সরকারি কর্মকর্তারা কলুষিত করেছে তাদের বিচারের দাবিও জানান তিনি।
/এনকে
Leave a reply