ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট:
ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি নিয়ে বিরোধের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের গভর্মেন্ট মডেল গার্লস হাই স্কুলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বোরহান উদ্দিন (২১) ও ফয়সাল (২৭)। এদের মধ্যে বোরহান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, আজ শনিবার বিকালে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভর্মেন্ট মডেল গার্লস হাই স্কুলের ভিতরে একটি সভার আয়োজন করা হয়। সভার এক পর্যায়ে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। তর্কবিতর্কের একপর্যায়ে মারধর শুরু হয়। এতে দুইজন আহত হন।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন বলেন, এ ব্যাপারে দুই পক্ষের কেউই থানায় অভিযোগ দেয়নি।
/আরএইচ
Leave a reply