পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু; বিদ্যুৎ বিভাগের ৭ কর্মচারী বরখাস্ত

|

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় বিদ্যুৎ বিভাগের ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আকমল হোসেন। বরখাস্তকৃতদের মধ্যে ৩ জন কর্মকর্তা এবং ৪ জন লাইনম্যান।

গতকাল, শ্রীপুরে পিকনিকে যাওয়ার সময়, ঝুলে থাকা তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয় বিআরটিসির দোতলা একটি বাস। নিহত হন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি- আইইউটির শিক্ষার্থী মোজাম্মেল হোসেন, মোস্তাকিম রহমান মাহিন এবং জোবায়ের আলম। আহত হন আরও ৩৫ জন। অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

এ দুর্ঘটনায়, পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply