স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে যেতে প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
রোববার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
মঈন খান বলেন, অত্যাচারকারী স্বৈরাচার ছাত্র-জনতার প্রতিরোধের মুখে বিদায় নিয়েছে। এতে সাধারণ মানুষ মুক্তি পেয়েছে। গত পনেরো বছরে হওয়া মিথ্যা মামলার কারণে এখনও বিএনপির বহু নেতা দেশে ফিরতে পারছেন না। এ সময় নির্বাচন কমিশন গঠন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদও জানান তিনি।
/আরএইচ
Leave a reply