Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে বসুন্ধরার কারখানায় বিস্ফোরণ, ১১ শ্রমিক দগ্ধ

ফাইল ছবি

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের একটি অ্যারোসল ও এয়ারফ্রেশনার কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন, বিপ্লব, আরিফ, হাসান, শাওন, হোসাইন, চঞ্চল, তামজিদ শেখ, তন্ময়, নুর ইসলাম এবং আল আমিন।

জানা যায়, সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ানে অ্যারোসল ও এয়ারফ্রেশনার তৈরির কাজ করছিলেন। তখন হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ১১ জন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে কারখানা অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে দগ্ধদেরকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।

বসুন্ধরা পেপার মিল ইউনিট-১ এর সিকিউরিটি ইনচার্জ মোর্শেদ আলম জানান, সকালে কারখানার ভিতরে এয়ারফ্রেশনারের বোতলে গ্যাস ভর্তির সময় ছোট একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১ জনের মতো শ্রমিক দগ্ধ হয়েছে। বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের সহযোগিতা ছাড়াই ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

/এনকে

Exit mobile version