জাবি শিক্ষার্থীর মৃত্যু: চালকের গ্রেফতার দাবিতে প্রশাসনিক ভবনে তালা

|

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় দুই দিনের আল্টিমেটাম শেষে রেজিস্ট্রার ভবনে তালা দিয়ে অবরোধ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা। সেই সঙ্গে, সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছেন তারা।

রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে থেকে রেজিস্ট্রার ভবনের দুই গেটে তালা ঝুলিয়ে সেখানে বসে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে রেজিস্ট্রার ভবনে সকল ধরনের প্রবেশ-প্রস্থান বন্ধ রয়েছে।

বেলা ১১টার দিকে একটি মিছিল নিয়ে তারা ব্যবসায় অনুষদের সামনে গিয়ে অবস্থান নেন। পরে সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে তারা মিছিল নিয়ে আবার নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।

এসময় গণিত বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, আমরা দুই দিনের আলটিমেটাম দিয়েছিলাম খুনিকে আটক করার জন্য। কিন্তু আমরা কোনো ধরনের অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা আজকে প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। যতোক্ষণ না পর্যন্ত আমরা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে পারছি, ততোক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

কতোক্ষণ পর্যন্ত তালাবদ্ধ থাকবে প্রশ্নের জবাবে তিনি বলেন, উপাচার্য স্যারসহ মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের অবহিত করবেন মামলার অগ্রগতি সম্পর্কে। সেই সঙ্গে কতদিনের মধ্যে তারা অপরাধীকে গ্রেফতারে সক্ষম হবেন, এমন সময়সীমা দেবেন। তারপর আমরা অবরোধ থামাবো।

এ সময় মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, আমাদের বোনকে হত্যা করা হয়েছে। চার দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, এমনকি শনাক্ত করা হয়নি। আমরা আমাদের ব্যাচের পক্ষ থেকে সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছি। খুনিকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাবো না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) মাহাফুজুর রহমান বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। তাদের আশ্বাস দিয়েছি, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাবির মার্কেটির বিভাগের শিক্ষার্থী আফসানা কারিস রাচি গুরুতর আহত হয়। পরবর্তীতে, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে সাভার এনাম মেডিকেল হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ডেপুটি রেজিস্ট্রারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত ব্যাটারিচালিত রিকশাচালককে গ্রেফতারের দাবিতে দুই দিনের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply