নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি। রোববার (২৪ নভেম্বর) বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথ সহজ হবে। জনগনের প্রত্যাশা পূরণে এই কমিশন কাজ করবে বলে আশা প্রকাশ করি।
নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানানোর পাশাপাশি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের তাগিদও দেন তিনি।
এসময় রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরষ্কের আগ্রহের কথা জানিয়ে আমীর খসরু বলেন, বিএনপি সরকার গঠন করলে রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরষ্কসহ সব পক্ষের সঙ্গে একযোগে কাজ করবে।
এর আগে, বিকেল ৪টায় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
/এমএইচআর
Leave a reply