কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের প্রেক্ষিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লকডাউন জারি করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) এই শহরকে ঘিরে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।
দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে। আর ইসলামাবাদের মূল সড়কগুলো শিপিং কন্টেইনার ফেলে আটকে দেয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য।
এর আগে, সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী অভিমুখে পদযাত্রার ডাক দেয় তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দেয়া হয় পার্লামেন্ট ভবন ঘেরাওয়ের ঘোষণা। যার জেরে শহরটিতে ১৪৪ ধারা জারি করে কর্তৃপক্ষ।
/এএম
Leave a reply