পেরুতে বাস দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

|

পেরুতে শিক্ষার্থীবাহী বাস ও ভ্যানের সংঘর্ষে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩৩ জন। শনিবার (২৩ নভেম্বর) পেরুর উত্তরাঞ্চলের ময়োবাম্বা প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আন্দিনার বরাত দিয়ে এমনটা জানিয়েছে জিনহুয়া।

স্থানীয় বার্তাসংস্থা জানায়, সংঘর্ষের পর মহাসড়ক থেকে ছিটকে পড়ে বাসটি। খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। উদ্ধার করা হয় একের পর এক মরদেহ। গুরুতর আহতদের নেয়া হয়েছে স্থানীয় বিভিন্ন হাসপাতালে। দেশটির স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে আহতদের সংখ্যা।

দেশটির শিক্ষামন্ত্রী মরগান কুয়েরো হতাহতের জন্য শোক প্রকাশ করেছেন। সরকারি সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে আছি। এই কঠিন সময়ে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করা হবে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply