ডিপ্লোমেটিক অ্যাফেয়ার্স ক্যাটাগরিতে সেরা প্রতিবেদক হিসেবে সার্ক গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন সাংবাদিক নাহিদ হোসেন।
আজ রোববার (২৪ নভেম্বর) বিকেলে সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে নেপালের কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং। অনুষ্ঠানে নেপালের প্রেস কাউন্সিলের সভাপতি বাল কৃষ্ণ বাসনেত উপস্থিত ছিলেন।
সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত ও নেপালের সাংবাদিকরা বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন পান। তিন দেশের সম্মিলিত বিশেষজ্ঞ জুরি ও অ্যাসোসিয়েশনের বোর্ড মনোনীতদের মূল্যায়ন করে পুরস্কার নির্ধারণ করেন।
নাহিদ হোসেন এক দশকেরও বেশি সময় ধরে সংবাদপত্র ও টেলিভিশন সাংবাদিকতায় জড়িত। এর আগে, প্রথম বেসামরিক ব্যক্তি হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের ইনসিগনিয়া সম্মাননাও পান তিনি।
/এএম
Leave a reply