রাজধানী কারওয়ান বাজারে প্রথম আলো অফিসের সামনে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহতও হয়েছেন বেশ কয়েকজন।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেশবিরোধী কর্মকাণ্ড ও সংবাদ প্রকাশের অভিযোগে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান বিক্ষুব্ধরা।
তারা প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এসময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী এসে তাদের সরিয়ে দেয়। পাশের মসজিদে রাতের খাবার খেয়ে এলাকা ছেড়ে দেয়ার ঘোষণা দেয় বিক্ষুব্ধরা।
উল্লেখ্য, এর আগেও গত বৃহস্পতিবার ও শুক্রবার প্রথম আলো-ডেইলি স্টার অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। ‘বাংলাদেশের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা।
/এসআইএন
Leave a reply