আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় মাদারীপুরে এলাকাবাসীর ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২৪ নভেম্বর) রাতে সদরের তাল্লুক এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রভাবশালী আলম ও পাপ্পু হাওলাদারসহ একটি অসাধু মহল নির্বিচারে বালু উত্তোলন করে আসছে। গতরাতে, নদের পাড়ের মানুষজন তাদের বাধা দিলে অতর্কিত হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায় তারা। এতে এক গৃহবধূসহ ৩ জন আহত হয়েছে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ।
/এটিএম
Leave a reply