গাইবান্ধায় গানবাজনার প্রতিবাদ করায় ইমামকে মারধর, স্থানীয়দের বিক্ষোভ

|

মারধরের প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ

গাইবান্ধা করেসপনডেন্ট: 

গাইবান্ধা সদর উপজেলায় নেশা না করা ও গানবাজনার নিষেধ করায় এক মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে মওলা মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ওই ইমামকে পথে আটকিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়াসহ কিলঘুরি মারেন। এ সময় তার মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলা হয়। 

রোববার (২৪ নভেম্বর) দুপুরে তাকে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার রাতে বানিয়ারজান বাজার এলাকায় বিক্ষোভ করেছেন মুসল্লিসহ এলাকাবাসী। এ সময় অভিযুক্ত মওলাকে গ্রেফতার করে সুষ্ঠ বিচারের দাবি জানান তারা। 

অভিযুক্ত মওলা মিয়া বানিয়ারজান গ্রামের জলিল মিয়ার ছেলে। তিনি একজন ডেকোরেটর ব্যবসায়ী। অপরদিকে, ভুক্তভোগী মসজিদের ইমামের নাম মো. শাহজালাল। তিনি সদর উপজেলার ৭ নম্বর বারিয়ারজান বায়তুল হুদা জামে মসজিদের ইমামতি করেন। 

ভুক্তভোগী ইমামসহ এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন থেকে মওলা একটি মাজার করে সেখানে দিনরাত মাদকসেবির আড্ডা ও গানবাজনা করেন। বারবার নিষধ করেও গানবাজনা বন্ধ হয়নি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহিনুর ইসলাম তালুকদার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply