ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন

|

ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (২৫ নভেম্বর) এই আবেদন করা হয় এবং আপিল বিভাগের চেম্বার আদালতে বিষয়টির ওপর আজই শুনানি হতে পারে বলে জানা গেছে।

চেম্বারে আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে গেলে, ব্যাটারি রিকশা ফের চলতে পারবে মহানগরী। কিংবা আপিল বিভাগে শুনানির জন্য দিন নির্ধারণ করাও হতে পারে।

প্যাডেল চালিত রিকশা চালকদের গড়া ‘বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিক্সা মালিক ঐক্যজোট’র পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে রুলসহ নির্দেশ দেন।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply