জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি, নিহত ১

|

জর্ডানের ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক বন্দুকধারী নিহত হয়েছেন। এছাড়াও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) ভোরে রাজধানী আম্মানের অভিজাত এলাকা রাবিয়াহে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাজধানীর অভিজাত রাবিয়াহ এলাকায় ইসরায়েলি দূতাবাসের কাছে একটি টহল পুলিশ দলের ওপর একজন বন্দুকধারী প্রথমে গুলি চালান। এ সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন।

টহল পুলিশের একজন সদস্য বলেছেন, স্বয়ংক্রিয় অস্ত্র বহনকারী ওই বন্দুকধারীকে অন্তত এক ঘণ্টা ধাওয়া করা হয় এবং ভোরে নিহত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুলির শব্দ শোনার পর জর্ডানের পুলিশ দূতাবাসের কাছে ওই এলাকাটি ঘিরে রেখেছে। দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনার পর পরই পুলিশ ও অ্যাম্বুলেন্স রাবিয়াহ এলাকায় ছুটে যায়, যেখানে দূতাবাস অবস্থিত।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply