ময়মনসিংহে ৩১ দফা প্রচারণায় স্কুল-কলেজে ছাত্রদলের ক‍্যাম্পেইন  

|

ময়মনসিংহ ব্যুরো : 

রাষ্ট্র কাঠামো মেরামত ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে স্কুল ও কলেজগুলোতে দিনভর ক‍্যাম্পেইন করেছে ছাত্রদল। এ সময় সুস্থ ধারার রাজনীতিতে মেধাবী নেতৃত্ব তৈরীর আহ্বান জানান তারা। 

রোববার (২৪ নভেম্বর) দিনভর ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দমোহন বিশ্ববিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ক‍্যাম্পেইন করা হয়।   

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. শাকির আহমেদ বলেন, যারা দুর্বৃত্তদের কাছে রাজনীতির নিয়ন্ত্রণ রাখতে চায়, তারাই ছাত্র রাজনীতি বন্ধ করতে চায়। তবে দেশে মেধাবী রাজনীতি প্রতিষ্ঠিত করতে হলে ছাত্র রাজনীতির কোন বিকল্প নেই। এ কারণেই সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মেধাবী নেতৃত্ব তৈরীতে কাজ করছে ছাত্রদল। এতে গড়ে উঠবে আগামীর যোগ্য নেতৃত্ব।

এর আগে, সকালে নগরীর জিলা স্কুল এবং বিকালে ময়মনসিংহ মহাবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ছাত্রদলের এই প্রতিনিধিরা। এ সময় আনন্দ মোহন কলেজ লাইব্রেরীতে জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আত্মজীবনীমূলক বই উপহার হিসাবে প্রদান করা হয়। এ ছাড়াও আনন্দমোহন কলেজ ক্যাম্পসে বৃক্ষ রোপনসহ পুকুরে মাছ অবমুক্ত করা হয়। 

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply