Site icon Jamuna Television

বাংলাদেশকে চমকে দেয়া গজনফর খেলবে মুম্বাই ইন্ডিয়ানসে

সৌদি আরবের জেদ্দায় ২০২৫ আইপিএলের মেগা নিলাম চলছে। আজ সোমবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হয়েছে আসরের দ্বিতীয় দিনের নিলাম।

কয়েকদিন আগে শারজাহতে আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে বেশ ভুগিয়েছিলেন আল্লাহ গজনফর। মাত্র ৬ ওভার ৩ বল করে ২৬ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন ৬ উইকেট। বাংলাদেশকে চমকে দেয়ার মতো এবারের আইপিএল নিলামেও ব্যাপক সাড়া পেয়েছেন তিনি।

আফগানিস্তানের তরুণ এই স্পিনারকে নিলামে নিতে কাড়াকাড়ি করে কলকাতা নাইট রাইডার্স। তবে লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে মুম্বাই ইন্ডিয়ানস। শেষ পর্যন্ত নিলামে ৪ কোটি ৮০ লাখে কিনে নিয়েছে তাকে।

উল্লেখ্য, গত বছরের আইপিএলে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ড্রাফটে নাম তুলেন তিনি। ২০ লাখ রুপির ভিত্তিমূল্যে অবিক্রীত থাকলেও পরবর্তীতে আফগান স্পিনার মুজিব-উরের বিকল্প হিসেবে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

/এসআইএন

Exit mobile version