ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্ত এলাকায় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে ২ জন বাংলাদেশি গুরুতর আহত হয়েছে। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আহত রুকন উদ্দিন (৩৫) নেত্রকোনার বাহার হাট্টা গ্রামের আজিজ মিয়ার ছেলে এবং জাকির হোসেন (৩০) কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।
জানা যায় জেলার, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার ভারতে ২০৫০ সীমান্ত দিয়ে বেলা ৪টার দিকে ১০/১২ জনের একটি দল অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদেরকে প্রতিহত করে গুলি ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন গুলি বিদ্ধ হলেও রুকন উদ্দিন ও জাকির হোসেন নামের দুই জনকে গুরুতর অবস্থায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্ণেল এ. এম জাবের বিন জব্বার বলেন, একটি দল অবৈধ ভাবে ভারতে প্রবেশ করতে গেলে বিএসএফ তাদের গুলি করেছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সীমান্তে গুলি চালানোর প্রতিবাদে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান তিনি।
/এসআইএন
Leave a reply