চুয়াডাঙ্গায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

|

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিনচালিত যান আলমসাধু থেকে ছিটকে পড়ে চালক সাইফুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় আলমডাঙ্গা পৌর এলাকার লাল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়নের আঠারোখাদা গ্রামের মৃত আইজাল হকের ছেলে।

পুলিশ জানায়, আজ সকালে আলমসাধু নিয়ে আলমডাঙ্গা শহরে আসেন সাইফুল। পরে নিজ বাড়ির উদ্দেশে আসার সময়ে আলমডাঙ্গার লাল ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু থেকে ছিটকে রাস্তায় পড়ে আহত হন তিনি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আলী জানান, অভিযোগ না থাকায় নিহতের পরিবারের আবেদনের পেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply