হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ৩ দিনের রিমান্ডে

|

লালবাগ থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলামকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। একই মামলায় সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে ৪ দিন ও চকবাজার থানার হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড দেয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এছাড়াও যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিন, সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে ২ দিনের রিমান্ড দেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী দীপু মণি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, আমীর হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সোলায়মান সেলিম, সাদেক খান, এবিএম ফজলে করিম, মনিরুল ইসলাম, আ স ম ফিরোজ, মশিউর রহমান এবং শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply