১১২ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

|

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারা গেছেন। ১১২ বছর বয়সে প্রাণ হারালেন যুক্তরাজ্যের নাগরিক ব্রিটন জন টিনিসউড। মঙ্গলবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার, সাউথপোর্ট কেয়ার হোমে তিনি মারা যান। মূলত, এই কেয়ার হোমেই তিনি দীর্ঘদিন বসবাস করেছেন। তিনি আজীবন লিভারপুল ফুটবল ক্লাবের ভক্ত ছিলেন। চলতি বছরের এপ্রিলে, বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি।

চলতি বছরের এপ্রিলে, ১১৪ বছর বয়সী ভেনেজুয়েলার নাগরিক হুয়ান ভিসেন্তে পেরেজের মৃত্যুর পর খেতাবটিতে ভূষিত হন ব্রিটন জন টিনিসউড। জীবদ্দশায় দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ নানা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন তিনি। কাজ করেছেন ব্রিটিশ রয়্যাল আর্মিসহ একাধিক তেল কোম্পানিতে। ১৯১২ সালের ২৬ আগস্ট ইংল্যান্ডের লিভারপুলে জন্ম হয় ব্রিটনের। তার পরিবার জানিয়েছে যে টিনিসউডের শেষ দিনটি ছিল ‘সঙ্গীত ও ভালোবাসায় ঘেরা’।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply