বিচারপতিকে ডিম মেরে এজলাস থেকে নামালো আইনজীবীরা

|

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রায়ে আপত্তিকর মন্তব্য করায় হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়েছেন আইনজীবীরা। এ ঘটনায় তার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের দুই বিচারপতি এজলাস থেকে নেমে যান।

বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের বেঞ্চে যখন আইটেম ১২ নম্বর চলে, এ সময় একদল আইনজীবী এজলাসে প্রবেশ করে বলেন, আপনি এজলাস থেকে নেমে যান। এরপরেই তারা ডিম ছুড়তে শুরু করেন।

জানা যায়, কয়েকদিন আগে এই আদালতের দেয়া রায়ে জিয়াউর রহমান প্রাসঙ্গিক না হলেও বিচারপতি আশরাফুল কামাল জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে ‘অশালীন’ মন্তব্য করেন। এ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল কয়েকদিন ধরে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply