ডারবান টেস্ট: বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে প্রোটিয়ারা

|

ডারবানে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বুধবার (২৭ নভেম্বর) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

ব্যাট করতে নেমে দলীয় ৫৪ রানেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারায় স্বাগতিকরা। অসিথা ও বিশ্ব ফার্নান্ডের পর একাই প্রোটিয়া শিবিরে জোড়া আঘাত হানেন লাহিরু কুমারা।

২০ দশমিক ৪ ওভার শেষে দিনের বাকি সময়ে বৃষ্টির কারণে আর মাঠে গড়ায়নি খেলা।

দিনের প্রথম সেশন শেষ না হতেই বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে যায় খেলা। এরপর দফায় দফায় বৃষ্টির রেশ বাড়তে থাকলে দিনের বাকি সময়ে আর মাঠে গড়ায়নি ম্যাচ। সর্বোচ্চ ২৮ রানে ক্রিজে আছেন টেম্বা বাভুমা, তার সাথে আছেন অপর ব্যাটার কাইল ভেরেইন। দুজনে মিলে গড়েছেন অপরাজিত ২৬ রানের জুটি।

শেষ পর্যন্ত দলীয় ৮০ রান স্কোরবোর্ডে তুললে সক্ষম হয় স্বাগতিকরা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply