মুগদায় লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

|

প্রতীকী ছবি

রাজধানীর মুগদায় একটি লেক থেকে অজ্ঞাত এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৪ বছর।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মুগদা এলাকা থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বুধবার রাতে ওই কিশোরের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আমরা ওই কিশোরের নাম-পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলমান। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply