চট্টগ্রামে আদালত চত্বরে সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবী নিহতের ঘটনার দুইদিনের মাথায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরীকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স (সিএমপি) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওসি ফজলুল কাদের চৌধুরীকে সিএমপি’র পরিদর্শক (ডিবি-বন্দর) পদে যুক্ত করা হয়েছে। পাশাপাশি পুলিশ পরিদর্শক মো. আব্দুল করিমকে কোতোয়ালী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
তবে পুলিশের পক্ষ থেকে এটিকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া বলা হলেও হঠাৎ তার বদলিকে রহস্যজনক বলছে সাধারণ মানুষ।
এর আগে, আজ বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা। এ সময় গত মঙ্গলবার আদালত চত্বরে সংঘর্ষের ঘটনায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে প্রেরণকে ঘিরে পুলিশের সাথে তার অনুসারিদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এ সময় চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে ১৪৭৯ জনকে আসামি করা হয়েছে।
/আরএইচ
Leave a reply