যোগান থাকা সত্ত্বেও দাম কমছে না মাছ-সবজির

|

পর্যাপ্ত যোগান থাকা সত্বেও আশানুরূপ কমছে না সবজির দাম। শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর কাঁচাবাজারগুলোতে গিয়ে দেখা যায়, থরে থরে সাজানো আছে শীতকালীন সবজি।

বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকা কেজি। শিম, টমেটো, গাজর, নতুন আলু আপাতত নিম্নবিত্তের সাধ্যের বাইরে। সবচেয়ে কম দামে মিলছে পেপে, মূলা, ফুলকপি, বাধাকপি; কেজিপ্রতি ৫০ টাকা।

ব্যবসায়ীদের দাবি, চাহিদা অনুযায়ী পাইকারি বাজারে সবজি মিলছে না। তাই সবজির দাম এখনও বাড়তি।

এদিকে, নদী-নালা, খাল-বিলের পানি কমে যাওয়ায় দেশি জাতের মাছের যোগান বেড়েছে। কিন্তু এর সুফল পড়েনি দামে। আর আহরণ কমে যাওয়ায় বাজারে ইলিশের সরবারহ কম। স্বাদ নিতে কেজিপ্রতি ক্রেতাদের গুণতে হচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত। চাষের তেলাপিয়া আর পাঙ্গাস ছাড়া আড়াইশ টাকা কেজির নিচে মিলছে না কোনও মাছ। এতে নাকাল সীমিত আয়ের ক্রেতারা।

এছাড়া, দুই সপ্তাহ পর বাজারে আসবে মুড়িকাটা পেঁয়াজ। আগের মজুদ করা পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন গৃহস্থরা। তাই বাজারে হঠাৎ বেড়েছে হালি পেঁয়াজের যোগান, কমেছে দামও।

তবে আলুর দাম কমার লক্ষণ নেই। নভেম্বরে কমার কথা থাকলেও উল্টো বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, আড়ত ও হিমাগারে নজরই দিচ্ছে না প্রশাসন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply