ইসকনকে নিষিদ্ধের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ

|

পিরোজপুরে বিক্ষোভ মিছিল

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিরা। শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজ শেষে নরসিংদীতে ‘কওমী মাদরাসা ঐক্য ও ইমাম পরিষদের ব্যানারে মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

ভোলায় বিক্ষোভ করেছে মুসলিম ঐক্য পরিষদ। জুমার নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে হাটখোলা মসজিদের সামনে জড়ো হন তারা। পরে বের হয় বড় একটি মিছিল। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সিলেটেও বিক্ষোভ হয়েছে। বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় মিলিত হন মুসল্লিরা। পরে, সমাবেশে ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচার দাবি জানান বক্তারা।

লক্ষ্মীপুরে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শহরের মার্কাজ মসজিদের সামনে থেকে মিছিল বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উত্তর স্টেশন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল হয়েছে ঝালকাঠিতেও। জুমার নামাজ শেষে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে শহরের ফায়ার সার্ভিস মোড়ে জড়ো হয় মুসল্লিরা। পরে, মিছিল বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করেন তারা।

জুমার নামাজ শেষে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে ‘আহলে সুন্নত আল জামাতের’ উদ্যোগে মিছিল বের হয়। পরে, সমাবেশ করেন তারা। আইনজীবী হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা।

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী আলিফ হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উলামা ও তাওহিদী জনতা। জুমার নামাজের পর নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্ট জমায়েত হন আলেম-ওলামারা। পরে সেখানে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা ইসকনকে ‘হিন্দু মৌলবাদি’ ও জঙ্গি সংগঠন বলে অ্যাখ্যা দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষােভ মিছিল বের হয়ে নগরীর সোনাদিঘী, সাহেব বাজার হয়ে আবারও জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

ইসকনকে নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহেও বিক্ষোভ হয়েছে। বাদ জুমা নগরীর বড় মসজিদ থেকে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগে হাজারও তৌহিদী জনতার মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণসমাবেশ করে।

একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে বান্দরবানেও। জুমার নামাজের পর বান্দরবানের বিভিন্ন মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং পরে বান্দরবান প্রেসক্লাবের সামনে গিয়ে জড়ো হয়ে সমাবেশ করে।

এছাড়া, ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে পিরোজপুর, নাটোর, খুলনা, রাজবাড়ী, পটুয়াখালীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুসল্লি ও আলেম-ওলামারা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply