ঝিনাইদহ করেসপনডেন্ট:
ঝিনাইদহ সদর উপজেলার কালা লক্ষীপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে নায়েব আলী (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে ঐ বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নায়েব আলী সদর উপজেলার দোগাছি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা। সে পেশায় একজন ভ্যানচালক। বিগত ৪-৫ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয় সে। নায়েব একসময় কোনো মানুষ মারা গেলে সেই মরদেহ তার ভ্যান গাড়িতে পৌঁছে দিত।
জানা গেছে, আজ শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে তিনটার দিকে কয়েকজন ব্যাক্তি বাগানে খড়ি সংগ্রহের জন্য গিয়ে একটি গলায় দড়ি বাঁধা অবস্থায় গাছের সাথে মরদেহটি দেখতে পায়। ঘটনাটি সাথে সাথে গ্রামে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করতে থাকে। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে।
হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছাত্তার হোসেন জানান, নায়েবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান তিনি।
/এএস
Leave a reply