১০ দিনের সফরে আগামীকাল শনিবার (৩০ নভেম্বর) সকালে লন্ডন যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ৮টা ২০ মিনিটে সস্ত্রীক ঢাকা ছাড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যমুনা নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনূস আলী। লন্ডনে তিনি বিএনপির দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একান্ত বৈঠকে মিলিত হবেন।
সূত্র জানায়, দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারে সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচন ও তারেক রহমানে দেশে ফেরা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বিএনপির দুই শীর্ষ নেতা।
বিএনপির চেয়ারপারসনের গুলশান অফিসের একজন কর্মকর্তা যমুনা নিউজ’কে জানান, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের যাওয়ার আগে যুক্তরাজ্যে যাবেন খালেদা জিয়া। ১৩ বা ১৫ ডিসেম্বর সেই সফরের সম্ভাব্য সময় ধরে প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি।
/এএস
Leave a reply