তৃতীয় দিনে গড়িয়েছে সিরিয়ার সেনা ও বিদ্রোহীদের লড়াই। ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে দু’পক্ষের এ সংঘাত।
শুক্রবার (২৯ নভেম্বর) দেশটির আলেপ্পো শহরের ভেতর হামলা চালায় বিদ্রোহীরা।
এ নিয়ে গত তিনদিনে প্রাণ গেছে দুই শতাধিক মানুষের। যার মধ্যে ৮ শিশুসহ ২৭ বেসামরিক নাগরিকও রয়েছে।
এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানায়, আলেপ্পো ও ইদলিবে বিদ্রোহীদের হামলা প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনারা। ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও শিকার করেছে তারা।
জানা গেছে, সেনাবাহিনীর বিরুদ্ধে হায়াত তাহরির আল শামের নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা জোরদারের অভিযোগ তুলে আলেপ্পো অঞ্চলে পাল্টা হামলা চালায় গোষ্ঠীটি। বলা হচ্ছে, ২০২০ সালের পর এটিই সিরিয়ান বিদ্রোহীদের সবচেয়ে বড় হামলা।
/এমএইচ
Leave a reply