সরকারের দুর্বলতার কারণেই চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
বিলম্ব না করে শেখ হাসিনার প্রেতাত্বাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর সাড়ে তিন মাস শেষে সরকারের দুর্বলতা স্পষ্ট। এই দুর্বলতার ফলেই ফ্যাসিস্টের লোকজন এখনও সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করছে।
তিনি আরও বলেন, যতদিন নির্বাচিত সরকার ক্ষমতায় না আসছে ততদিন এসব অস্থিরতা শেষ হবে না। তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেশবাসীকে আশ্বস্ত করারও আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।
/এমএইচ
Leave a reply