ঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে ১২ কেজি স্বর্ণসহ এক মালয়েশিয়ান নাগরিককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম চো ইয়ো চার। আটকের পর তাকে কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে একটি ফ্লাইটে ঢাকায় নামেন ওই যাত্রী। এরপর ভিসা অন এরাইভাল এলাকায় এলে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এনএসআই সদস্যরা তাকে নজরদারি করেন। পরে ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকার সন্দেহে তাকে চ্যালেঞ্জ করা হয়।
পরবর্তীতে আর্চওয়ে মেশিনে তার শরীর স্ক্যান করলে শার্টের নিচে ভেস্টের ভেতর স্বর্ণের উপস্থিতি টের পাওয়া যায়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার প্রতিটির ওজন ১ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১৪ কোটি ৪০ লাখ টাকা।
/আরএইচ/এমএন
Leave a reply