ভারত যুদ্ধ করে স্বাধীনতা পায়নি, আমরা পেয়েছি: রিজভী

|

ফাইল ছবি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করেনি। কিন্তু আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ভারতের হাসপাতাল বাংলাদেশের রোগী দেখবে না, এমন বক্তব্যেই প্রমাণ হয় বাংলাদেশ নিয়ে কত বিদ্বেষ তাদের। ভারত না করলে আমরা চিকিৎসা পাব না বিষয়টি এমন নয়। দেশেও অনেক ভালো চিকিৎসক রয়েছে। আমরা কারও ওপর নির্ভরশীল না।

তিনি আরও বলেন, অন্যায় ও অত্যাচার যখন রাষ্ট্রের ওপর চেপে বসে তখন শিল্প-সংস্কৃতির আন্দোলন বড় দায়িত্ব পালন করে। আন্দোলন যত তীব্র হয়, বিজয় তত এগিয়ে আসে। গণঅভ্যুত্থানে ইথুন বাবুর লেখা ও মৌসুমির গাওয়া ‘দেশটা তোর বাপের নাকি?’ গানটি নতুন মাত্রা যোগ করেছিল।

সমমর্যাদার ভিত্তিতে সাংস্কৃতিক বিনিময় হতে পারে উল্লেখ করে এ সময় রুহুল কবির রিজভী বলেন, কেউ যদি আমাদের তাদের অনুগত ভাবে, তা মেনে নেব না। শিল্পীরাই ভারতের সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ করবে।

ভারতের লোকেরা সাম্পদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয় উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিবিদরা উস্কানিমূলক বক্তব্য দেয় না। দেশে সাম্প্রদায়িক কোনো সংঘাত ছিল না। কিন্তু হঠাৎ ইসকন কেন উগ্র হয়ে উঠছে, এমন প্রশ্নও রাখেন তিনি।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply