বাৎসরিক পারিশ্রমিকে ভারতে কোহলিকে ছাড়িয়ে শীর্ষে পান্ত

|

ফাইল ছবি

ভারতের বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সম্পদশালী ভিরাট কোহলি। ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে এই মেগা স্টারের সম্পদের পরিমাণ হাজার কোটি রুপি। কিন্তু এবারের আইপিএলের নিলামের পর এক জায়গায় ভিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন রিশাভ পান্ত। আর সেটা হলো বাৎসরিক পারিশ্রমিক পাওয়ার দিক থেকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিতে ‘এ’ প্লাস গ্রেডে আছেন ভিরাট কোহলি। বিসিসিআই থেকে কোহলির আয় ৭ কোটি রুপি। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে ধরে রেখেছে ২১ কোটি রুপিতে। সে হিসেবে ভিরাটের পারিশ্রমিক ২৮ কোটি রুপি।

অন্যদিকে পন্ত আছেন ‘বি’ গ্রেডে। বিসিসিআই থেকে তার বেতন ৩ কোটি রুপি। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকার কারণে ‘এ’ থেকে ‘বি’ গ্রেডে নেমে যান রিশাভ। তবে এবার আইপিএলের নিলামে রেকর্ড ২৭ কোটি রুপিতে পান্তকে লখনৌ সুপার জায়ান্টস কিনে নেয়ায় তার পারিশ্রমিক দাঁড়ায় ৩০ কোটি রুপি।

এছাড়াও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহও আছেন বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির ‘এ’ প্লাস গ্রেডে। বিসিসিআই থেকে তাদের সবার বাৎসকির আয়ও ৭ কোটি রুপি।

অন্যদিকে ঘরোয়া টুর্নামেন্ট খেলতে আপত্তি করায় শ্রেয়াস আইয়ারকে ২০২৩-২৪ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয় বিসিসিআই। এ কারণে বিসিসিআই থেকে আইয়ার কোনো বেতনই পান না। তবে কেকেআরকে গত আসরে শিরোপা জেতানো এই ক্রিকেটারকে এবার দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে ডেরায় ভিড়িয়েছে পাঞ্জাব। তাতেই রোহিত, বুমরাহ, জাজেদাদের পেছনে ফেলে আইয়ার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকায় তিনে উঠে এসেছেন।

সমান ২৫ কোটি পারিশ্রমিক যশপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার। আর রোহিত শর্মার আয় ২৩ কোটি ৩০ লাখ রুপি। তবে স্পনসর, বিজ্ঞাপণসহ অন্যান্য খাত থেকে আয়ের হিসেবে ভারতের বর্তমান ক্রিকেটারদের মধ্যে সেরা কোহলিই।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply