গাজীপুরে নিরাপত্তাকর্মীর মৃত্যুর খবরে ৪ বাসে আগুন

|

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুর মহানগরের তারগাছ এলাকায় বাসচাপায় অনন্ত ক্যাজুয়াল নামের একটি কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবরে চারটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্দরা। এ সময় মহাসড়ক অবরোধও করে রাখে তারা।

শনিবার (৩০ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলে তাদের গাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার উপ-পরিদর্শক মো. মোস্তফা কামাল। তিনি বলেন, ওই কর্মীর মরদেহ টঙ্গী শহীদ আহসানউল্ল্যাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে রয়েছে বলে জানতে পেরেছি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বাসে আগুন দেয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। এ সময় আগুন নিয়ন্ত্রণে বিক্ষুব্দরা বাঁধা দেয়। ফলে আমরা কাজ করতে পারেনি।

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: ইব্রাহিম খান বলেন, শনিবার রাতে স্থানীয় অনন্ত ক্যাজুয়াল গার্মেন্টসের একজন নিরাপত্তাকর্মী মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খবর ছড়ায়। পরে উত্তেজিত শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে। এ সময় মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply