নয় মাস পর কক্সবাজার-সেন্টমার্টিন জাহাজ চলাচল শুরু

|

নয় মাস বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে কক্সবাজার থেকে সেন্টমার্টিনের জাহাজ চলাচল। রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের বিআইডব্লিটিএ জেটিঘাট থেকে ৬ শতাধিক যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে এমভি বার আউলিয়া নামের জাহাজটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের সর্বনিম্ন যাত্রী ভাড়া এখন ১৮শ’ টাকা। আর কেবিন বুক করলে যাত্রীদের গুনতে হচ্ছে ১৮ হাজার টাকা পর্যন্ত।

বিকেল ৪টা নাগাদ জাহাজটি সেন্টমার্টিনে পৌঁছাবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। ঘণ্টাখানেকের মতো অবস্থান করে জাহাজটি বিকেল ৫টায় আবার কক্সবাজারের উদ্দেশে ফেরত আসবে বলে জানা গেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সেন্টমার্টিন যেতে পারবেন ২ হাজার পর্যটক। তবে, নাফনদীতে ডুবোচর জেগে ওঠা ও মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে এখনো টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়নি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply