২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে যথার্থ বিচার হয়েছে, ন্যায়বিচায় করেছে আদালত- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ন্যায়বিচারের জন্য বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রতিফলন হয়েছে আজ। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিচারকাজ অন্যায়ভাবে পরিচালিত হতো বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী জানান, আওয়ামী লীগ সরকার তাদের একজন দলীয় নেতা আবদুল কাহার আকন্দ’কে দিয়ে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় তারেক রহমানসহ দলের নেতাদের নামে মিথ্যা চার্জশিট দিয়ে বিচার করে। কিন্তু বর্তমান স্বাধীন বিচার বিভাগ যথার্থ রায় দিয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমান ও বিএনপির অন্যান্য নেতাদের জোরপূর্বক রাষ্ট্রশক্তি ব্যবহার করে সাজা দেয়ার মানসিকতা ছিলো আওয়ামী লীগ সরকারের।
এসময় বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহ ও সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ার দেয়া তথ্য ভুল বলেও মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা। বলেন, বাংলাদেশকে অষ্টম সিস্টার্স বানাতে চায় ভারত।
/এমএইচআর
Leave a reply