চাঁদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

|

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল খান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইমরান খান নামে আরেকজন গুরুতর আহত হন।

আজ রোববার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল বালুথুবা পশ্চিম ইউনিয়নের সেকদী গ্রামের আনোয়ার খানের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। আহত ইমরান একই এলাকার মৃত লিটন খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে সোহেল ও ইমরান মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এসময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সোহেল খান নিহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply