অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ওপেনার ইয়ান রেডপাথ ৮৩ বছর বয়সে মারা গেছেন। গত কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ১৯৬৪ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত অস্টেলিয়ার হয়ে ৬৬টি টেস্ট এবং ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।
অভিষেক টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট মাঠে ৯৭ রান করে আউট হন। তারপর প্রথম টেস্ট সেঞ্চুরি করতে তাকে অপেক্ষা করতে হয় ১৯৬৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিডনি টেস্ট পর্যন্ত। যেখানে দ্বিতীয় ইনিংসে ১৩২ রান করেন। তার ক্যারিয়ারে তিনি করেছেন ৪ হাজার ৭৩৪ রান, গড় ছিল ৪৩.৪৫। টেস্টে ৮টি সেঞ্চুরির পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ১৭১ রান তার সেরা স্কোর ছিল।
তিনি ১৯৭৫ সালে এমবিই খেতাবে ভূষিত হন। ২০২৩ সালের জানুয়ারিতে তাকে ক্রিকেট অস্ট্রেলিয়া হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছর গিলং ক্রিকেট ক্লাব তাদের স্কোরবোর্ড রেডপাথের নামে নামকরণ করেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড। তিনি বলেন, ইয়ান ছিলেন সবার প্রিয় ও ভালবাসার মানুষ এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবাই তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম সেরা একটি সময়ের এক চমৎকার ওপেনিং ব্যাটসম্যান।
/এসআইএন
Leave a reply