আইয়ুব বাচ্চুর ‘ইনবক্স’, অন্তরালের গল্প জানালেন গীতিকার

|

প্রকাশিত হয়েছে বাংলা রক মিউজিকের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর নতুন গান। ‘ইনবক্স’ শিরোনামের গানটি আজ রোববার (১ ডিসেম্বর) ‘বাংলাদেশ ব্যান্ড মিউজিক ডে’ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে। ইউটিউব, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কিছু প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানটি।

আইয়ুব বাচ্চু বাংলা রক মিউজিকে এক অবিস্মরণীয় নাম। তার মুত্যুর ছয় বছর পর প্রকাশিত হলো ‘ইনবক্স’। নিজের ফেসবুক পেজে গানটির গীতিকার নিয়াজ আহমেদ অংশু জানিয়েছেন, ২০১৪ সালে গানটি লিখেছিলেন তিনি।

গানটি লেখার পটভূমির কথা উল্লেখ করে গীতিকার বলেন, আমাদের জাগতিক জীবনের চেয়েও আজকের এই সামাজিকমাধ্যম নির্ভর একটা সমাজ যে কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে, সেই ভাবনা থেকে এই গান। ‘মুহূর্তের মুহূর্তগুলো’ অ্যালবামের আরও বেশ কিছু গানের পাশাপাশি এই গানটিও বাচ্চু ভাই (আইয়ুব বাচ্চু) তখন রেকর্ড করেন। কথা ছিল, আমার লেখা অ্যালবামের কাজ শেষ হওয়ার পর তিনি বাপ্পী খানের লেখা গান নিয়ে আরেকটা অ্যালবাম করবেন। এজন্য বাপ্পী ভাইকে একটা খাতা দিয়েছিলেন, যেন গানগুলো সেই খাতায় লিখতে শুরু করেন। আমার জানামতে, লতিফুল ইসলাম শিবলীর একটা গানও বাচ্চু ভাই সুর করে রেখে যান।

এই গীতিকার আরও বলেন, কখনও ভাবিনি, বাচ্চু ভাই এভাবে হুট করে চলে যাবেন। তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ইনবক্সে কিছু গানের ডেমো ভার্সন ছাড়া বাকি গানগুলো হারিয়ে যায়। বছর খানেক আগে আবদুল্লাহ আল মাসুদ যখন বাচ্চু ভাইয়ের স্টুডিওর হার্ড ড্রাইভটা ভালো করে চেক করে, তখন ‘মুহূর্তের মুহূর্তগুলো’ নামে ফোল্ডারটা খুঁজে পায়, খুঁজে পায় গানগুলো। কিছু আংশিক মিক্সড করা, কিছু একেবারেই ড্রাফট স্ক্র্যাচ। আমি আশাবাদী হয়ে উঠি, গানগুলো শুনতে পাব ভেবে।

আইয়ুব বাচ্চু

নিয়াজ আহমেদ অংশু ফেসবুকে লেখেন, বেশির ভাগ গীতিকার-সুরকার গান সৃষ্টি করেন একেবারেই মনের তাগিদে। কিন্তু সেই গানগুলো যখন মানুষের কাছে পৌঁছায় না, সেটা তখন তাদের মনের ওপর একটা বিশাল বোঝা হয়ে বসে থাকে। যারা গানের মানুষ, তারা বুঝবে সেই বোঝাটা কতটা ভারী। খুব ভালো লাগছে বাচ্চু ভাইয়ের একটা গান অবশেষে সবাই শুনতে পাবে। বন্ধু তানভীর তারেককে ধন্যবাদ, অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও স্বল্প আয়োজনে মূলত ইউটিউবে প্রচারের উদ্দেশ্যে একটা ভিডিও তৈরি করে দেয়ার জন্য। সবাইকে অনুরোধ, গানটির ভিডিওর গুণবিচারী না করে বরং গানটি শুনবেন। গানটি শুনে মনে হবে, এটি হয়তো বাচ্চু ভাই মাত্র গত সপ্তাহে বানিয়েছেন। আশা করি, এবি (আইয়ুব বাচ্চু) ভক্তদের ভালো লাগবে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply