জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫৭ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান। এ জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো পাকিস্তান। এই ম্যাচে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড গড়েছেন পেসার হারিস রউফ।
বুলাওয়েতে ব্যাটিং ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিকেরা। পাকিস্তানের দেয়া ১৬৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে জিম্বাবুয়ের ২ ব্যাটার ছাড়া আর কেউই পারেননি দুই অঙ্ক ছুঁতে। এমন দুর্দশা হলে সেই ম্যাচ জেতা আকাশকুসুম কল্পনার শামিল। পারেনি জিম্বাবুয়েও, ৫৭ রানে ম্যাচ হেরেছে।
শুরুতে ব্যাট করে টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটারদের ছোট ছোট অবদানে লড়াকু পুঁজি পায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন উসমান খান ও তাহির। ম্যাচসেরা তায়েব তাহির করেন ২৫ বলে ৩৯ রান। সাইম আইয়ুব করেন ২৪ রান। পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৬৫।
রান তাড়ায় নেমে নিজেদের সেরাটা খেলতে পারেনি জিম্বাবুয়ে। তৃতীয় উইকেটে তাদিওয়ানাশে মারুমানি ও অধিনায়ক সিকান্দার রাজার ৩৩ বলে ৫৯ রানের জুটি বাদ দিলে, জিম্বাবুয়ের আর কোনো জুটিই সুবিধে করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫.৩ ওভারে তারা অলআউট হয়েছে ১০৮ রানে।
মারুমানি ২০ বলে ৩৩ এবং রাজা করেন ২৮ বলে ৩৯ রান। পাকিস্তানের হয়ে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম নিজেদের ঝুলিতে ভরেছেন ৩টি করে উইকেট। হারিস রউফের শিকার ২ উইকেট। এই ২ উইকেটে নতুন এক রেকর্ড গড়েছেন হারিস। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি উইকেট তার। এতোদিন এই ফরম্যাটে শাদাব খানের ১০৭ উইকেট ছিল সবচেয়ে বেশি, সেটা ছাড়িয়ে হারিসের হলো ১০৯।
উল্লেখ্য, একই মাঠে আগামী ৩ ডিসেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এ দুই দল।
/এএম
Leave a reply