Site icon Jamuna Television

লিগের শীর্ষে লিভারপুল, টানা ৭ ম্যাচে জয়হীন ম্যান সিটি

কিছুতেই হারের বৃত্ত টপকাতে পারছে না ম্যানচেস্টার সিটি। কীভাবে ম্যাচ জিততে হয়, সেটা যেন ভুলেই গিয়েছে পেপ গার্দিওলার শীর্ষরা। রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে সিটির সামনে কঠিন প্রতিপক্ষ লিভারপুলের সামনে টিকতেই পারলো না। ২-০ গোলে হেরে টানা ৭ ম্যাচ জয়হীন সিটি। লিভারপুলের কোডি গাকপো ও মোহামেদ সালাহ গোল করেন। 

ঘরের মাঠে জিতে ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট তুলে নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। অন্যদিকে ম্যান সিটি ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ করতে থাকে লিভারপুল। হেডে গোল করার সুযোগ পেয়েও হাতছাড়া করেন ভ্যান ডাহিক। প্রথামার্ধে মোহামেদ সালাহর এ্যাসিসটে দলকে এগিয়ে নেন গ্যাকপো। ম্যাচে একাধিকবার গোলের সুযোগ তৈরি করে লিভারপুল। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন সালাহ।

এই নিয়ে টানা ৩৫ দিন জয়হীন ম্যান সিটি। ভিন্নভাবে বলতে গেলে টানা ৭ ম্যাচ জয়হীন সিটিজেনরা। আর ২০০৭ সালের পর প্রথমবার প্রিমিয়ার লীগে টানা চার ম্যাচ হারা ম্যান সিটি কামব্যাকের গল্প কি লিখতে পারবে?

/এমআইএন

Exit mobile version