গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, যুবদল নেতা আহত  

|

গাইবান্ধা করেসপনডেন্ট: 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান আহত হয়েছেন। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টাওয়ার বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে। আহত শাহজাহানকে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত শাহজাহান ও স্থানীয়রা জানান, হঠাৎ করে সন্ধ্যার দিকে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে তারা দলীয় কার্যালয়ে থাকা কর্মীদের লক্ষ্য করে হামলা করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়রা সংঘবদ্ধ হওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মিলন বলেন, দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনাটি পরিকল্পিত। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা থাকায় এ ঘটনা ঘটেছে। তিনি দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশ বলছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply