দলের কেউ দায়িত্ব পেলে সম্পদ এক আনাও বাড়বে না: জামায়াত আমির

|

দেশ গঠনের দায়িত্ব যদি জামায়াত পায়, তাহলে মানুষের মন থেকে যে ভালোবাসা পাবেন, সেটির প্রতিদান দেয়ার চেষ্টা করবেন বলে জানান দলটির আমির ডা. শফিকুর রহমান। বলেন, সেই ভালোবাসার প্রতিদান হিসেবে জামায়াত চেষ্টা করবে মানুষের সেবা করার।

সোমবার (২ ডিসেম্বর) সকালে ঝালকাঠি শহরে অনুষ্ঠিত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে তিনি একথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সহকর্মীদের একটি স্পষ্ট বার্তা দেয়া আছে। দায়িত্ব নেয়ার আগে এবং পরে সম্পদ যেন এক আনা বৃদ্ধি না পায়। সেটা পর্যবেক্ষণের জন্য রাষ্ট্রীয় গোয়েন্দা লাগবে না। সংগঠনই সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবে।

জামায়াতের আমির বলেন, আমরা এমন একটি দেশ চাই, যেখানে শিক্ষিত যুবক চাকরির জন্য আত্মহত্যা করবে না। তার শিক্ষাজীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুধু একটি সার্টিফিকেট ধরিয়ে দেয়া হবে না। তাদের হাতে তুলে দেয়া হবে কাজ।

ডা. শফিকুর রহমান বলেন, একটি উগ্রগোষ্ঠী চট্টগ্রামে আইনজীবী হত্যা করে দেশকে শ্মশানে পরিণত করতে চেয়েছিল। তবে, দায়িত্বশীল মুসলমানরা ধৈর্য ধরে তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। তিনি আরও বলেন, দেশের মানুষ সহনশীলতার পরিচয় দেয়ায় পরিস্থিতি শান্ত হয়েছে।

জানান, ভবিষ্যতে জামায়াত এমন একটি রাষ্ট্র চায় যেখানে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে। কাউকেই কোন ধর্মীয় উপাসনালয় পাহারা দিতে হবে না। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এমন রাষ্ট্রই বিনির্মিত হবে, যেখানে সবাইকে তার অধিকার সম্মানের সাথে দেয়া হবে।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply