বাংলাদেশে মন্দিরে হামলা ও ভাঙচুর কর হয়েছে এমন দাবি করে সোমবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ একটি ভিডিও পোস্ট করে ভারতীয় সংবাদমাধ্যম আরটি ইন্ডিয়া। ভিডিওটি পোস্ট করার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার। সোমবার ভিডিওটি সম্পর্কে রিউমার স্ক্যানার এক ফেসবুক পোস্টে জানায়, বাংলাদেশের বলে দাবি করা ওই ভিডিওটি প্রকৃতপক্ষে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি কালীমন্দিরের।
পোস্টে আরও উল্লেখ করা হয়, মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের দাবিটি মিথ্যা। কারণ ভিডিও ফুটেজে যা দেখা গেছে, ভিডিওটি হামলা বা ভাঙচুরের নয়। সেটি ওই মন্দিরের ‘কালী মাতা নিরঞ্জন’ নামে একটি ধর্মীয় আচার পালনের দৃশ্য। ভারত বাংলদেশি মুসলিমদের বিরুদ্ধে মন্দির ও মূর্তি ভাঙার মিথা তথ্য প্রচার করছে বলেও উল্লেখ করে রিউমার স্ক্যানার।
/এএস
Leave a reply